সিলেটশনিবার , ২ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবারো ভূমিকম্প

Ruhul Amin
ফেব্রুয়ারি ২, ২০১৯ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।  ওই কম্পনের স্থায়ীত্ব ছিলো কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৪ জানুয়ারি গভীর রাত ২টার দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছিলো সিলেট। রিখটার স্কেলে ঐ কম্পনের মাত্রা ছিলো ২ দশমিক ৫। আর আজ সকাল ৮টা ২৯ মিনিটে আবারো কেঁপে উঠে সিলেট। প্রায় ৫ সেকেন্ডের মতো স্থায়ী হওয়া এই কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিলো ২ দশমিক ৯। মাত্র ২০ দিনের ব্যবধানে এমন ভূমিকম্পে আতঙ্ক বিরাজ করছে সিলেটবাসীর মনে। যদিও এই দুই ভূমিকম্পে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও বড় ভুমিকম্পের আশঙ্কায় রয়েছে সিলেট।

সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৯ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। কম্পনটির উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি সীমান্ত এলাকা ভারতের ডাউকি ফল্টে। সিলেট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে এর উৎপত্তিস্থল।তিনি আরও বলেন, ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার। তিনি জানান, এটি একটি মাইনর কম্পন। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।